মা কালীকার জয়

 

শ্যামা, কালী বা আদ্যা নামে তোমায় ডাকে সর্বজন

শ্যামা, কালী বা আদ্যা নামে তোমায় ডাকে সর্বজন

আসলে মাগো তুমিই তো হলে বিশ্ব সৃষ্টির আদি কারণ ।

তন্ত্রশাস্ত্রে তুমিই মাগো দশমহাবিদ্যা রূপে পরিচিতা,

একটি বিশেষ তন্ত্রমতে তুমি হলে দেবী অষ্টধা।

দক্ষিনাকালী ত্রিনয়নী মহাদেবের বুকে দাঁড়িয়ে,

শাস্ত্র বলে যম ও নাকী ভয়েতে গিয়েছিলেন পালিয়ে।

দ্বিভূজা সালঙ্কারা সিদ্ধকালী গৃহে হন না পূজিতা,

তান্ত্রিকদের আরাধ্যা তিনি শাস্ত্রে আছে উল্লেখ তা।

মেঘবর্ণা, লোলজিহ্বা মুন্ডমালা বিভূষিতা,

গুহ্যকালী বাড়িতে নয় সাধকদের কাছে পূজিতা।

দেবী ভদ্রকালী করেন রূপ, সৌভাগ্য, কান্তি দান,

সাধনপর্বের প্রথমে ইনিই ভক্তকে ভয় দেখান।

চন্ড,মুন্ড অসুর বিনাশে চামুণ্ডা দেবীর জন্ম,

যুদ্ধ কালে দেবী দুর্গার কপাল হতে হন উৎপন্ন।

শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী শ্মশানকালী,

ডাকাতেরা তুষ্ট করতেন দিয়ে নরবলি

শ্রীকালী রূপে দেবী দারুকাসুর বিনাশ করেন,

শিব কণ্ঠের বিষপানে কৃষ্ণবর্ণা রূপ ধরেন।

আরো কত রূপে মাগো তুমি ধরায় পূজিতা হও,

সব রূপেই সংকট ঘোচাও, সবাইকে আশীষ দাও।

তোমার মাহাত্ম্য মাগো কখনো কি শেষ হয়,

পরিশেষে বলি মা কালীকার জয় , মা কালীর জয়।।


Comments

Popular posts from this blog

Onno valentine

মানিক বন্দোাধ্যায়ের অতসী মামী